Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নওগাঁয় দুই গরু চোরাকারবারীকে টাকার বিনিময়ে ছেড়ে দিল বিএসএফ

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ০৬:৪৮ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ০৬:৫১ PM

bdmorning Image Preview


নওগাঁর সাপাহার সীমান্তে দুই চোরাকারবারীকে আটকের পর এক লক্ষ টাকার বিনিময়ে তাদের ছেড়ে দিল বিএসএফ। এর আগে গত বুধবার দিবাগত রাতে  তাদের উপজেলার আদাতলা ও কলমুডাঙ্গা সীমান্ত থেকে আটক করা হয়।

বিএসএফ’র হাতে আটক গরু চোরাকারবারীরা হচ্ছে উজেলার জালসুখা গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৩) ও কলমুডাঙ্গা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মিলন হোসেন (২১)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে জালসুখা ও কলমুডাঙ্গা এলাকার বেশ কিছু গরু চোরাকারবারী কলমুডাঙ্গা সীমান্তের ২৩৮পিলার এলাকা ও আদাতলা সীমান্তের ২৪২পিলার এলাকা দিয়ে চোরাই পথে গরু আনতে ভারতে প্রবেশ করে। ভারত থেকে গরু নিয়ে তারা রাত্রি ৩টার দিকে বাংলাদেশের ভিতর প্রবেশ করার সময় অনেকেই গরু নিয়ে দেশে প্রবেশ করতে পারলেও ভারতের তালতলী বিএসএফ ক্যাম্পেরে টহল রত জোয়ানরা সাদ্দাম হোসেনকে ও সনঘাট ক্যাম্পের বিএসএফ জোয়ানরা সাদ্দাম ও মিলন হোসেনকে ধরে ফেলে এবং উত্তম মধ্যম দিয়ে ক্যাম্পে ফেলে রাখে।

পরে বিএসএফ’র হাতে তাদের ধরা পড়ার খবর দেশের অভ্যন্তরে চোরাকারবারীদের নিকট পৌঁছে গেলে উপজেলার পাতাড়ী এলাকার অন্যতম চোরাকারবারীর নেতা এক নেতা রাতেই বিজিবি ও বিএসএফ এর দালালদের ধরে উভয় পক্ষের মধ্যে মধ্যস্ততা করে ভারত থেকে আনা দু’টি গরু ফেরত ও এক লক্ষ টাকার বিনিময়ে ভোর রাতে আটককৃতদের বিএসএফ’র নিকট থেকে ছেড়ে আনে।

এদিকে আজ বৃহস্পতিবার সকালে সংবাদ পেয়ে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে আদাতলা কম্পানী কমান্ডার সুবেদার আব্দুল জলিল এর সাথে কথা হলে তিনি ঘটনাটি সম্পূর্ণ ভাবে অস্বিকার করে বলেন, এ সংক্রান্ত কোন ঘটনার কথা তিনি শোনেননি। 

এরপর নওগাঁ ১৬বিজিবি ব্যাটালিয়ান অধিনায়কের মোবাইলে ফোন করলে তিনি ফোন রিসিপ না করায় তার সাথে কথাবলা সম্ভব হয়নি।

বর্তমানে উপজেলার কলমুডাঙ্গা, পাতাড়ী ও বামন পাড়া সীমান্তএলাকা দিয়ে ভারতীয় গরুর সাথে মরণ নেশা ফেন্সিডিল সহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্য পাচার বৃদ্ধি পেয়েছে বলে এলাকাবাসীরা প্রতিবেদককে জানিয়েছেন। 

Bootstrap Image Preview