Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন করলেন এলজিআরডি মন্ত্রী

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩১ AM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩১ AM

bdmorning Image Preview


ফরিদপুর জেলা শহরের শেখ জামাল স্টেডিয়ামে এ বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এলজিআরডি মন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় খেলা ফুটবলের উন্নয়নেও ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। ফুটবলে বিশ্বের দরবারে বাংলাদেশকে আরো এগিয়ে নিতে তৃণমূল পর্যায়ে শিশু-কিশোরদের খেলাধুলোর প্রতি আকৃষ্ট করতে সরকার ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। অচিরেই আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলে বাংলাদেশের খেলোয়াড়রা সুনাম বয়ে আনবে।

অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক মো.এরাদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ টুর্নামেন্টে ফরিদপুরের ৯টি উপজেলা ও একটি পৌরসভা দল অংশ নিচ্ছে।  

Bootstrap Image Preview