Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাপিত্তাছড়া ঝরনায় তিন পর্যটকের মরদেহ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০২২, ০১:৩৫ PM
আপডেট: ২১ জুন ২০২২, ০১:৩৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চট্টগ্রামের মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনায় গিয়ে নিখোঁজ পর্যটক তৌফিক আহম্মদ তারেকের (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে মোট তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হলো।

মঙ্গলবার (২১ জুন) বেলা ১১টার দিকে খৈয়াছড়া ইউনিয়নের ছাগলখাইয়া এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে সোমবার (২০ জুন) নাপিত্তাছড়া ঝরনার খালের মসজিদিয়া এলাকা থেকে তারকের বড় ভাই মাসুদ আহম্মদ তানভীরের (২৬) মরদেহ উদ্ধার করা হয়। তার আগেরদিন (রোববার) ওই ঝরনা থেকে ইশতিয়াকুর রহমান প্রান্ত (২২) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। 

 বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন। তিনি বলেন, নাপিত্তাছড়া ঝরনার চার কিলোমিটার দূরের ছাগলখাইয়া এলাকা থেকে বেলা ১১টার দিকে তারেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ওসি আরও বলেন, তিন পর্যটক রোববার চট্টগ্রাম নগরী থেকে নাপিত্তাছড়া ঝরনায় এসেছিলেন। ধারণা করছি পা পিছলে পড়ে তাদের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

জানা যায়, নিহত ইশতিয়াকুর রহমান প্রান্ত চট্টগ্রাম ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। আর মাসুদ আহম্মেদ তানভীর ইউএসটিসি চট্টগ্রাম স্নাতকের ছাত্র। আর তার ছোট ভাই তৌফিক আহম্মেদ তারেক চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। এই দুইজন চট্টগ্রাম হালিশহর বি ব্লকের মো. শাহাবুদ্দিনের ছেলে।

Bootstrap Image Preview