Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্লান্ত বিধ্বস্ত শোকাহত, কাঁদছেন ফায়ার ফাইটার সোহেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০২২, ০২:৫৮ PM
আপডেট: ০৫ জুন ২০২২, ০২:৫৮ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে গত রাতের অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় এগিয়ে আসে ফায়ার সার্ভিস। উদ্ধারকারীদলে একে একে যোগ দিয়েছে চট্টগ্রামসহ আশপাশের জেলার ফায়ার সার্ভিসের ইউনিট। তারা সবাই এসে আগুন নির্বাপণের চেষ্টা চালাচ্ছেন।

গতরাত্রে  সীতাকুণ্ডের অগ্নিদুর্ঘটনায় ফায়ার সার্ভিসের নিহত কর্মীর সংখ্যা বেড়ে ৮ জন হয়েছে। এছাড়া ১৫ জন অসুস্থ অবস্থায় চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছে। এদের মধ্যে গুরুতর দুজনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হচ্ছে।

এমন ভয়াবহ ঘটনায় ক্লান্ত ও বিধ্বস্ত ফায়ার ফাইটার সোহেল। তিনি আহতও হয়েছেন। তারা সবাই আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন। এই ভয়াবহ পরিস্থিতির বর্ণনা এবং সদ্য হারানো সহকর্মীদের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন সোহেল।  

সোহেল জানান, তিনি পাঁচ সহকর্মীকে হারিয়েছেন। তবে আগুন নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত প্রচেষ্টা অব্যাহত রাখবেন তারা।

সীতাকুণ্ডের সোনাইছড়ির কদমরসুল এলাকায় অবস্থিত ওই কনটেইনার ডিপোতে গতকাল শনিবার রাত আনুমানিক ৯টার দিকে আমদানীকৃত একটি কনটেইনারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অল্পক্ষণের মধ্যেই তা বিভিন্ন কনটেইনারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাত ১১টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তখন হঠাৎ করে একটি কেমিক্যাল-বোঝাই কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

Bootstrap Image Preview