Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীর যেসব পয়েন্টে যান নিয়ন্ত্রিত থাকবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১, ১২:৪৮ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১, ১২:৪৮ PM

bdmorning Image Preview


বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সারা দিন রাজধানীতে রয়েছে নানা আয়োজন। দিনভর বেশ কিছু গুরুত্বপূ্র্ণ পয়েন্টে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এসব পয়েন্ট থেকে বিকল্প পথ ধরে পৌঁছাতে হবে গন্তব্যে।

সাভারে জাতীয় স্মৃতিসৌধ, ধানমন্ডি ৩২, জাতীয় প্যারেড গ্রাউন্ড, জাতীয় সংসদ ভবন, গণভবন এলাকা ঘিরে রয়েছে নানা কর্মসূচি।

এসব কর্মসূচিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের রাষ্ট্রপতিসহ রামনাথ কোবিন্দসহ দেশি-বিদেশি অতিথিরা অংশ নেবেন।

তাদের নির্বিঘ্ন চলাচল এবং নিরাপত্তা নিশ্চিতে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকার কারণে যানজট তৈরি হতে পারে। নগরবাসীদের হাতে সময় নিয়ে বের হতে অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। দিনটিতে সরকারি ছুটি থাকায় অনুষ্ঠানস্থলসংলগ্ন বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে পরামর্শ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১ পর্যন্ত রাজধানীর ২১টি পয়েন্টে ডাইভারশন থাকবে। আর দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত ১২টি পয়েন্টে থাকবে এই বাধা। এই পয়েন্টগুলো থেকে অনুষ্ঠানে আসা যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি অনুষ্ঠানস্থলের দিকে যেতে পারবে না।

সকাল থেকে দুপুর: ২১ পয়েন্টে ডাইভারশন

যে ২১টি পয়েন্টে এই ডাইভারশন থাকবে সেগুলো হলো: সোনারগাঁও ক্রসিং, ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, লাভরোড ক্রসিং (পূর্ব প্রান্ত), মহাখালী ক্রসিং (ফ্লাইওভারের উত্তর), মহাখালী ক্রসিং (রেল ক্রসিং), প্রধানমন্ত্রীর কার্যালয় লিংক রোড ক্রসিং, খেজুর বাগান ক্রসিং, আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরপুর-১০, সংগীত কলেজ গলি, বিসিএস কম্পিউটার সিটি গলি, পাসপোর্ট গ্যাপ, নির্বাচন কমিশন অফিস গ্যাপ, ৬০ ফিট রোড, চক্ষু হাসপাতাল গলি, সোহরাওয়ার্দী হাসপাতাল গ্যাপ, কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ, শিশু মেলা ক্রসিং, প্রতিরক্ষা গ্যাপ ও গণভবন ক্রসিং।

দুপুর থেকে ১২ পয়েন্টে ডাইভারশন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন ও আশপাশের ১২টি পয়েন্টে দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত ট্রাফিক পুলিশের ডাইভারশন থাকবে।

পয়েন্টগুলো হলো: ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং, খেজুর বাগান ক্রসিং, মানিক মিয়া পূর্ব প্রান্ত, মানিক মিয়া পশ্চিম প্রান্ত, ধানমন্ডি-২৭ নম্বর পূর্ব মাথা, আড়ং ক্রসিং, আসাদগেট, গণভবন ক্রসিং, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ ও সোহরাওয়ার্দী হাসপাতাল গ্যাপ।

Bootstrap Image Preview