Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অনুষ্ঠানে যাওয়ার পথে বাউল শিল্পীকে গণধর্ষণ, আসামি আটক

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ০৫:৩১ PM
আপডেট: ১৪ মে ২০১৯, ০৫:৩১ PM

bdmorning Image Preview


বরগুনা জেলার বেতাগীর চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি আলমগীরকে পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে আটক করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।

সোমবার (১৩ মে) দিবাগত রাত আড়াইটায় মামলার আসামি আলমগীরকে আটক করে র‌্যাব।

আজ মঙ্গলবার বেলা ১১টায় পটুয়াখালী র‌্যাব ক্যাম্পে প্রেসব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার সোয়াইব আহমেদ।

র‌্যাব জানায়, বরগুনা জেলার বেতাগী উপজেলার এক বাউল শিল্পী গত ২৭ এপ্রিল একটি অনুষ্ঠানে যোগদানের জন্য বেতাগীর বিবিচিনি এলাকায় পৌঁছলে মানিক ও আলমগীর তাকে জোড়পূর্বক ধরে নিয়ে গণধর্ষণ করেন। পহেলা মে ভিকটিমের ভাই বেতাগী থানায় মামলা করলে র‌্যাব ৮ মে মামলার প্রধান আসামি মানিককে আটক করে।

Bootstrap Image Preview