Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে সড়ক দুর্ঘটনায় আহত ৬

মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ১০:১১ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ১০:১১ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গা জীবননগরে আলমসাধু-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।

শুক্রবার (২৩ নভেম্বর) সন্ধার দিকে উপজেলার মনোহরপুর মাঠপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সন্ধা ৬টার সময় জীবননগর থেকে ছেড়ে যাওয়া আলমসাধু এবং দর্শনা থেকে ছেড়ে আশা সিএনজি মনোহরপুর মাঠপাড়া নামক স্থানে পৌঁছলে দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়।

আহতরা হলেন- জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামের ওহেদ আলীর ছেলে বিপলুর রহমান (৪৫), একই উপজেলার শাহিনুর রহমানের স্ত্রী জীবননগর ব্রাকের কর্মকর্তা খালেদা খাতুন (৪৫), দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের আবুল হাসেমের মেয়ে হাফিজা সাবরিনা (২৫), একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে আবুল হাসেম(৪০), দর্শনা বাসষ্ট্রান্ড পাড়ার সোহরাব হোসেনের ছেলে জাহিদ (৩৫) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার ডেঙ্গেদা গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে ফাতেমা খাতুন (২৫)।

এ দিকে স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, শুক্রবার সন্ধার সময় সড়ক দুর্ঘটনায় আহত ৬ জন ব্যক্তি জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য আসে। এর মধ্যে দুই জনের অবস্থা আশস্কজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। আর বাকি ৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, তাদের অবস্থা আসঙ্কামুক্ত।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া জানান, শুক্রবার সন্ধার সময় উপজেলার মনোহরপুর মাঠপাড়া নামক স্থানে আলমসাধু ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে এবং দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি দুটি থানায় নেওয়া হয়েছে। আহতদের জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে তবে তাদের অবস্থা এখন আসাঙ্কামুক্ত।

Bootstrap Image Preview