Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নয়াপল্টনে বিএনপির হামলা পূর্বপরিকল্পিতঃ ডিএমপি কমিশনার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০২:৫৯ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ০২:৫৯ PM

bdmorning Image Preview


পুলিশের ওপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগকারীদের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, বিএনপি এ হামলা পূর্বপরিকল্পিতভাবে করেছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হামলাকারীরা সবাই বিএনপি এবং দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মী। আমরা মামলা নিয়েছি। তাদের গ্রেফতারে পুলিশ ইতিমধ্যে তৎপরতা শুরু করে দিয়েছে।

কমিশনার বলেন, নির্বাচনের আগে পুলিশকে উসকানি দিতে আর অসৎ উদ্দেশে আমাদের গাড়িতে আগুন দেয়া হয়েছে। কারা আগুন দিয়েছেন, তাদের দেখা গেছে। এ ছাড়া মিডিয়ার ফুটেছে স্পষ্টই দেখে যায় তারা কীভাবে পুলিশ সদস্যদের লাঠিপেটা ও ইটপাটকেল মেরেছেন।

নির্বাচনের আগে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেই এ অতর্কিত হামলা চালিয়েছে বলে মন্তব্য করেন আছাদুজ্জামান।

তিনি বলেন, তখন আমাদের পুলিশ সদস্যরা জীবন বাঁচাতে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে।

Bootstrap Image Preview