Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমরা নির্বাচন ১ মিনিটও পেছানোর পক্ষে নইঃ কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ১২:১৬ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ১২:১৬ PM

bdmorning Image Preview


জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন ১মাস পেছানোর দাবিকে অযৌক্তিক ও অবান্তর ব্যাখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ নির্বাচন আর পেছানোর পক্ষে নই আমরা। আওয়ামী লীগ নির্বাচন ১ মিনিটও পেছানোর পক্ষে নয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপ করতে এ সংবাদ সম্মেলন ডাকেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব-আপনারা ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন করুন। কারও কথায় নির্বাচন পেছানোর সুযোগ নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পর্যবেক্ষক না আসার দোহাই দিয়ে নির্বাচন পেছানোর দাবি সম্পূর্ণ অযৌক্তিক ও অবান্তর।

সংবাদ সম্মেলনে বুধবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের নিন্দা জানান তিনি।

ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেন, শান্তিপূর্ণ নির্বাচন চাইলে সংঘাত থেকে দূরে থাকুন।

প্রসঙ্গত, নির্বাচন পেছানোর দাবিতে বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্ট নেতারা। বৈঠক শেষে বেরিয়ে এসে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন ড. কামাল।

Bootstrap Image Preview