Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সংলাপ নিয়ে সন্তুষ্ট নন ফখরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ১১:৪৩ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ১১:৪৪ PM

bdmorning Image Preview


গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট ও ১৪ দলের নেতাদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের বহুল আলোচিত সংলাপে সন্তুষ্ট নন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাতে গণভবন থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আমরা (আলোচনায়) সন্তুষ্ট নই। তবে আর কোনো কথা বলতে রাজি হননি বিএনপি মহাসচিব।

সংলাপ শেষে বেরিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, আলোচনায় অগ্রগতি আছে। সবাই ভালো বলেছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক বলেন, আলোচনা সুন্দর হয়েছে। তবে সংলাপের সফলতা সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বহুল আলোচিত এ সংলাপ শুরু হয়। সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে ২০ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন ড. কামাল হোসেন। আর ১৪ দলের পক্ষে ২৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Bootstrap Image Preview