Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাজারো মানুষের আকুতি; ‘আর পাঁচটা মিনিট দিন, এক নজর দেখব’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০২:১৪ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০২:১৪ PM

bdmorning Image Preview


বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর প্রতি সর্বসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেয়া হয়েছিল। কথা ছিল, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে আইয়ুব বাচ্চুর মরদেহ।

সময় ঘনিয়ে আসতেই মাইকে ঘোষণা করা হয়, এবার তাঁকে নিয়ে যাওয়া হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানেই অনুষ্ঠিত হবে প্রথম জানাজা কিন্তু তখনো তাকে শেষবারের মতো দেখতে অপেক্ষায় বহু মানুষ। ভালোবাসার ‘এ বি’কে শেষবারের মতো একনজর দেখার আকুতি। মাইকে ঘোষণা আসতেই দুই হাত তুলে অসংখ্য মানুষ চিৎকার, ‘আর পাঁচটা মিনিট দিন, প্লিজ। এক নজর দেখতে চাই আমরা।’

কিন্তু জানাজার তো সময় আছে। আর সেটা হবে জুমার নামাজের পর। মাইক থেকে বলা হলো, ‘আপনারা চলে যান জাতীয় ঈদগাহে। সেখানে জানাজা অনুষ্ঠিত হবে।’

ঠিক ১২টা ৪০ মিনিটের দিকে আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে রওনা দেওয়া হয় ঈদগাহের দিকে। হাজারো মানুষ অংশ নেয় সেই যাত্রায়।

স্কয়ার হাসপাতাল থেকে আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে গাড়িটা যখন কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে, তখন ঠিক সকাল সাড়ে ১০টা। ভিড় আগে থেকেই ছিল। আইয়ুব বাচ্চু পৌঁছার খবরে ভিড় বেড়ে যায় আরো বেশি।

Bootstrap Image Preview