Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ১১:১১ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ১১:১১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনের সময় পুলিশ থাকবে নির্বাচন কমিশনের অধীনে। পুলিশ সফলভাবে দায়িত্ব পালন করে আসছে, আগামী জাতীয় নির্বাচনেও একইভাবে দায়িত্ব পালন করবে বলে আশা করি।

মঙ্গলবার (৯ অক্টোবর) ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে নির্বাচনি গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ, সক্ষমতায় বলিয়ান। জঙ্গীরা এক সময় বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করেছিল। পুলিশ তাদের দাঁতভাঙা জবাব দিয়েছে।

তিনি বলেন, আমাদের গোয়েন্দা বাহিনী, নিরাপত্তা বাহিনী তৎপর। যত ষড়যন্ত্র হোক, যত নীল নকশাই হোক না কেন তা কঠোরভাবে দমন করা করবে।

ঢাকা মহানগর উত্তর শাখার যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

আরও বক্তব্য রাখেন- যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর সহ-সভাপতি জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক তাসভীরুল হক অনু প্রমুখ।

Bootstrap Image Preview