Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৫ গ্রামে নয়, ২০০ গ্রাম ইয়াবা বহনে মৃত্যুদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০৯:৩১ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০৯:৩১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আজ মঙ্গলবার বিভিন্ন সংবাদপত্রে এসেছে পাঁচ গ্রামের বেশি ইয়াবা উৎপাদন, পরিবহন, বিপণনের পাশাপাশি সেবন করলে সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। কিন্তু প্রকৃতপক্ষে ইয়াবার পরিমাণ হবে ২০০ গ্রাম।

সূত্রে জানা গেছে, ২০০ গ্রামের উপরে ইয়াবা বহন, মজুদ বা বিপণনের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হবে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড। আর ২০০ গ্রাম বা তার নিচে উৎপাদন, পরিবহন, বিপণনের পাশাপাশি সেবন করলে শাস্তির বিধান রাখা হচ্ছে সর্বনিম্ন ১ থেকে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড।

এমন বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ খসড়ায় অনুমোদন দেওয়া হয়। এই আইন অনুসারে মাদক ব্যবসার মদদদাতা, অর্থদাতা বা পৃষ্ঠপোষকরাও একই শাস্তি পাবেন।

পাঁচ গ্রাম বা তার নিচে উৎপাদন, পরিবহন, বিপণনের পাশাপাশি সেবন করলে সর্বনিম্ন ১ থেকে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড। আর মাদকদ্রব্য সেবন করেছে পরীক্ষায় প্রমাণ হলে ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত শাস্তির বিধান রাখা হয়েছে।

Bootstrap Image Preview