Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেখ হাসিনার সরকারই নির্বাচনকালীন সরকার: তোফায়েল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৫:৪৫ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৫:৪৫ PM

bdmorning Image Preview


বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন বলেছে নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যে। সেই নির্বাচনকালীন সময় অক্টোবরের পর যে সরকার শেখ হাসিনা করবেন, সেটি হয়তো আকারে ছোট হবে। সেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারই নির্বাচনকালীন সরকার থাকবে।'

আজ শুক্রবার সকালে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের আওতায় উপকূলীয় জনগণের মাঝে পারিবারিক সাইলো বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। কেউ যদি নির্বাচনে না আসে তা হলে সেটি তাঁর ব্যপার। নির্বাচন থেমে থাকবে না।' তিনি বলেন, অনেক ষড়যন্ত্র হবে। কিন্তু ষড়যন্ত্র আমরা আগেও মোকাবেলা করেছি। ভবিষ্যতেও মোকাবেলা করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, মধ্যম আয়ের দেশ করেছি। আবার উন্নয়নশীল দেশে পরিণত করতে চলেছি।

বাণিজ্যমন্ত্রী বলেন, '২০৪১ সালে এই বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা আমরা প্রতিষ্ঠিত করবো।'

ভোলায় নদীভাঙন বন্ধ হতে চলেছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ৩৩৯ কোটি টাকা ব্যয়ে আবারো সদর উপজেলার রাজাপুর ও পূর্ব ইলিশায় নতুন ব্লকের কাজের অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়। এ বছর ভোলায় দুই হাজার কোটি টাকার সিসি ব্লকের কাজ হয়েছে। কিন্তু ভোলায় পানিসম্পদমন্ত্রী ও অনেক এমপি ছিলেন কেউই নদী ভাঙনে কাজ করেননি।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেনের সভাপতিত্বে ডিপিডিএস'র সহযোগিতায় এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে সাইলো বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিকী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, প্রমুখ।

Bootstrap Image Preview