Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গাদের নির্যাতন মনুষ্যসৃষ্ট একটি মানবিক বিপর্যয়: আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৯:৩১ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৯:৩১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আসিয়ান জোটভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতন ও সংকটকে মনুষ্যসৃষ্ট মানবিক বিপর্যয়। এসব নির্যাতনের ঘটনায় পূর্ণ তদন্ত করতে হবে।
আজ মঙ্গলবার সিঙ্গাপুরের পার্লামেন্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান এই তথ্য জানান।  
তিনি বলেন, গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে এক অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হন আসিয়ান দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

বৈঠকে ১০ এশীয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রীও ছিলেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট ও সহিংসতা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছি। এটি মনুষ্যসৃষ্ট একটি মানবিক সংকট। এখনকার দিনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি উচিত হবে না।

দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে পররাষ্ট্রমন্ত্রীরা মিয়ানমারকে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, এই অবস্থা জিইয়ে রাখা হলে দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চল ও এর বাইরে জঙ্গিবাদ ছড়িয়ে পড়তে পারে।
প্রসঙ্গত, গত বছরের ২৫ আগস্ট থেকে রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিকল্পিত অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। জীবন বাঁচাতে দেশটি ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সাত লাখের বেশি মানুষ।

সম্প্রতি জাতিসংঘ এক প্রতিবেদনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছে দাবি করে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে।

Bootstrap Image Preview