Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হটলাইনে কল পেয়ে ভবন নির্মাণ বন্ধ করালো দুদক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২১ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৪ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


রাজউকের নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করার অভিযোগে রাজধানীর শান্তিনগরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। দুদকের হটলাইন-১০৬ এ সংক্রান্ত একটি অভিযোগের উপর ভিত্তি করে সহকারী পরিচালক সেলিনা আখতার মনির নেতৃত্বে গতকাল এ অভিযান পরিচালনা করে দুদক।

রাজউকের প্রতিনিধির উপস্থিতিতে পুলিশসহ সাত সদস্যের একটি টিম এ অভিযান চালায়। দুর্নীতি দমন কমিশনের(দুদক) জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযানে দেখা যায়, শান্তিনগরের ভাসানী গলির ৬৪/১ ভবনটি রাজউকের নিয়ম ভেঙে রাস্তার জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে। নকশাবহির্ভূত এ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় দুদকের উপস্থিতিতে রাজউক এ ভবন নির্মাণের পরবর্তী কার্যক্রম বন্ধ করে দেয় এবং দ্রুত উচ্ছেদের ব্যবস্থা নেয়া হবে বলে জানায়।

এছাড়াও বেআইনীভাবে সড়কের গাছ কর্তনের বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়েছে দুদক। সমন্বিত জেলা কার্যালয়, রংপুর এর সহকারী পরিচালক সমর কুমার ঝাঁ এর নেতৃত্বে একটি টিম গত ২০ সেপ্টম্বর এ অভিযান চালায় এবং দেখতে পায়, গোবিন্দগঞ্জ উপজেলাধীন বৈরাগী রহাট, খামার পাড়া এলজিইডির রাস্তায় বিভিন্ন প্রজাতির মূল্যবান ৯৯০টি গাছ কেটে পরিবেশের ক্ষতি করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লক্ষ টাকার অধিক। দুদকের নির্দেশে উপজেলা প্রকৌশলী, এলজিইডি গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এদিকে দুদক অভিযোগ কেন্দ্রে অভিযোগের পর তাৎক্ষণিকভাবে ভূমি সংক্রান্ত এক সমস্যার সমাধান হয়েছে। দুদক অভিযোগ কেন্দ্রে গত ২০ সেপ্টেম্বর তারিখে এক ভুক্তভোগী ব্যক্তি জানান, কেরানীগঞ্জের কোনাখোলা ভূমি অফিসে নামজারির জন্য তাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। দুদকে অভিযোগের পরপরই ভুমি অফিস কোন হয়রানি ছাড়াই সরকার নির্ধারিত ফিতে তার নামজারী করে।

এসব অভিযানের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘সরকারি দপ্তরে দুর্নীতি বন্ধে দুদক কঠোর অবস্থানে। দুদকের অভিযানে নাগরিক জীবনে সুশাসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনাই লক্ষ্য।’

Bootstrap Image Preview