Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছিনতাই শেষে কলেজছাত্রকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলো তারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৭ PM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


রাজধানীতে এক কলেজছাত্রকে ছিনতাই শেষে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার(২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে মারাত্মক আহত হন ইসমাইল হোসেন নামের ঐ ছাত্র।

ইসমাইল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পশ্চিম কুট্টারপুর গ্রামের আসমত আলীর ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

তেজগাঁওয়ের স্টেশন অফিসার রতন রায় জানান, বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার রেললাইনের পাশে ইসমাইলকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জ্ঞান ফিরলে ইসমাইল জানান, নারায়ণগঞ্জে এক বন্ধুর বাসায় যাওয়ার উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনের ছাদে করে ঢাকায় আসছিলেন তিনি। ট্রেনটি ক্যান্টনমেন্ট অতিক্রম করলে দুই থেকে তিনজন ছিনতাইকারী তাকে ব্লেডের ভয় দেখিয়ে তার দুটি স্মার্টফোন কেড়ে নেন। ছিনতাই শেষে তারা চলন্ত ট্রেন থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

ইসমাইলের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক।

Bootstrap Image Preview