Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্লাস ফাঁকি দিয়ে লেকে বান্ধবীদের সঙ্গে আড্ডা, কিশোরের কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৬ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৬ PM

bdmorning Image Preview


বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের লেকে ক্লাস ফাঁকি দিয়ে বান্ধবীদের সঙ্গে আড্ডা দেয়ার অপরাধে হিরা (১৭) নামে এক কিশোরকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় তোফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের পাঁচ ছাত্রীকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ডিসি বাংলোর সামনে লেকের পাড়ে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত হিরা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা। কলেজের ক্লাস ফাঁকি দিয়ে হিরা ও তার বান্ধবীরা দুপুরে ডিসির লেকে আড্ডা দিচ্ছেলেন। এসময় বরিশাল জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী হিরাকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। তার সঙ্গে থাকা কলেজ ছাত্রীদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী বলেন, গণ উপদ্রপ আইনে ওই কিশোরকে কারাদণ্ড দেয়া হয়েছে।

Bootstrap Image Preview