Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীর বাইরে যে সাত বিশ্ববিদ্যালয়ে হবে ঢাবি ভর্তি পরীক্ষা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৫ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


এবার মোট আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাবি ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা। পাঁচটি ইউনিটের সব ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত হবে।

কেন্দ্রগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার কয়েকটি ক্যাম্পাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

আগামী ১ অক্টোবর (শুক্রবার) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হবে। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সাংবাদিকদের ব্রিফিংকালে ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান এসব বলেন।

উপাচার্য বলেন, মহামারির কারণে এবার মোট আটটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে ঢাকার বাইরে সাতটি কেন্দ্র থাকছে। 

তিনি আরও বলেন, এবারই প্রথম বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করি, সম্পূর্ণ সুস্থভাবে পরীক্ষা সম্পন্ন হবে। প্রশ্নফাঁস ঠেকাতে গোয়েন্দা বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন। 

এবার পাঁচটি ইউনিটে ৭১৪৮টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ৩ লাখ ২৪ হাজার ৩৪০টি। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৫ হাজার ৩৭ জন। যার মধ্যে ‘ক’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬৪.৯৯ জন, 'খ' ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২০.০৩জন, ‘গ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২১.৯০ জন, 'ঘ' ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৩.৮১ জন এবং ‘চ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১১৪.৭৯ জন।

পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত। 

Bootstrap Image Preview