Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লকডাউন বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বিকেলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২১, ০১:৪৪ PM
আপডেট: ২২ মে ২০২১, ০১:৪৪ PM

bdmorning Image Preview


করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন আরও বাড়ানো হবে কি না তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ ব্যাপারে শনিবার বিকেল নাগাদ সিদ্ধান্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিষয়গুলো এখনও পর্যালোচনা পর্যায়ে রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। বিষয়গুলো পর্যালোচনা চলছে। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন।’

করোনা সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে রোববার। সরকার যদি নতুন করে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয়, সেটা কালকের মধ্যেই জানাতে হবে।

বিকেল নাগাদ কী সিদ্ধান্ত আসতে পারে? এমন প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, ‘সিদ্ধান্ত আসলে জানানো হবে।’

মাঝে করোনাভাইরাস সংক্রমণের হার কিছুটা কমে গেলেও ঈদের পর আবার বাড়ছে। এমন বাস্তবতায় সরকারের পরিকল্পনা নিয়ে জানতে চাওয়া হলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘এখন সবগুলো বিষয় নিয়েই তো আলোচনা হবে। তারপর সিদ্ধান্ত। মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত দেবেন আমাদের।’

ঈদের পর সংক্রমণ বাড়ার আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা সত্যি হচ্ছে। বাড়ছে করোনায় শনাক্ত ও মৃত্যু হার।

প্রসঙ্গটি টেনে ফরহাদ হোসেন বলেন, ‘এটা নিয়ে আমরা এখনও শঙ্কিত। এই সপ্তাহটা খুবই ইম্পর্টেন্ট। আমরা একথা আগেও বলেছি। ফলে ফলে আমাদের ডিসিশনটা খুবই চিন্তা ভাবনা করে নিতে হবে।’

দূরপাল্লার বাস, লঞ্চসহ আন্তজেলা গণপরিবহন খুলে দেয়ার দাবি জোরালো হচ্ছে। এসব খুলে দেয়া হবে কি না এমন প্রশ্নে জন প্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘এই সমস্ত ডিসিশনগুলোই ইম্পর্টেন্ট ডিসিশন, খুব ইম্পর্টেন্ট ডিসিশন। কারণ তারা অনেকদিন ধরে দাবি করছে।

‘আমরা বলছি যে বড় রকমের ঝুঁকি থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। এর মাঝে অনেক সময় চলে গেল। এখন সে ডিসিশনটা কিন্তু খুব টাফ ডিসিশন। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত চিন্তা-ভাবনা করে ডিসিশনটা দেবেন আমাদের। সো উই আর ওয়েটিং অ্যাকচুয়ালি।’

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সংক্রমণ প্রতিরোধে ১৪ থেকে ২১ এপ্রিল ‘কঠোর’ বিধিনিষেধসহ ‘সর্বাত্মক’ লকডাউন আরোপ করা হয়। পরে বিশেষজ্ঞদের পরামর্শে সারা দেশে সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ অর্থাৎ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ায় সরকার।

এর মধ্যে আরও এক দফা বাড়িয়ে লকডাউনের মেয়াদ করা হয় ৫ মে মধ্য রাত পর্যন্ত। তা শেষ হওয়ার দুই দিন আগে ১৬ মে পর্যন্ত এই লকডাউন বর্ধিত করার সিদ্ধান্ত জানায় সরকার। তা শেষ হওয়ার দিন চলমান লকডাউন আরও এক সপ্তাহ অর্থ্যাৎ ২৩ মে বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

Bootstrap Image Preview