Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৩৩টি বাবুই পাখির বাচ্চা পুড়িয়ে মেরে ক্ষমা চাইলেন দিনমজুর জালাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ১২:৩৮ PM
আপডেট: ১১ এপ্রিল ২০২১, ১২:৩৮ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠী গ্রামে ৩৩টি বাবুই পাখির বাচ্চা পুড়িয়ে মারার দায় স্বীকার করে সকলের কাছে ক্ষমা চেয়েছেন দিনমজুর জালাল সিকদার (৬০)।

গতকাল শনিবার (১০ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে বসে সকলের কাছে ক্ষমা চান তিনি।

এ সময় জালাল সিকদার গণমাধ্যমকে বলেন, ‘বাবুই পাখির বাচ্চা মেরে ফেলা যে আইনগত অপরাধ, তা আমি জানতাম না। এমন অপরাধ আর জীবনে কখনো করবো না।’ এই বলে তিনি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এমন কাজ আর কোনও দিন করবেন না বলেও প্রতিশ্রুতি দেন।

এর আগে, ঝালকাঠিতে ক্ষেতের ধান খাওয়ার কারণে শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে বাবুই পাখির বাচ্চা পুড়িয়ে মারার ঘটনা ঘটে।

Bootstrap Image Preview