Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবারও পুলিশের সঙ্গে সংঘর্ষে হেফাজত, ৭ পুলিশসহ আহত অন্তত ২০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২১, ০৯:১৩ PM
আপডেট: ০২ এপ্রিল ২০২১, ০৯:১৩ PM

bdmorning Image Preview


সহিংস হরতালের পাঁচ দিনের মাথায় ডাকা বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে হেফাজতে ইসলামের গাজীপুরের নেতা-কর্মীরা। সংঘর্ষে সাত পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর হেফাজত কর্মীরা বিক্ষোভ করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (অপরাধ-উত্তর) শরীফুর রহমান বিষয়টি  নিশ্চিত করেন।

তিনি জানান, হেফাজতে ইসলামের পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি মসজিদ চত্বরে পালনের অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা মহাসড়কে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেয়। এতে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে হেফাজত কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

উপ-কমিশনার শরীফুর রহমান আরও জানান, হেফাজত কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা, শতাধিক রাউন্ড টিয়ারশেল ও শটগান দিয়ে গুলি করে। ইটপাটকেলের আঘাতে পুলিশের সাত সদস্য আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গত রোববার হেফাজতের হরতালে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সহিংসতা করে হেফাজতের কর্মীরা। তবে কর্মসূচি চলাকালে তাদের ওপর হামলার অভিযোগ এনে পর দিন দোয়া ও শুক্রবার বিক্ষোভের ডাক দেয় হেফাজত।

কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ঢাকা আর সদরদপ্তর চট্টগ্রামের হাটহাজারীকে হেফাজত কর্মীরা শান্ত থাকলেও গাজীপুরের নেতা-কর্মীরা আবার সহিংস হয়ে উঠে।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার থোয়াই অং প্রু মারমা জানান, হেফাজত কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে বিক্ষোভ দেখানোর চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে গেলে তারা ইটপাটকেল ছুঁড়তে থাকে।

‘একপর্যায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ ছত্রভঙ্গ করে দিতে লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে’-বলেন এই পুলিশ কর্মকর্তা।

সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

তবে হেফাজতে ইসলামের গাজীপুর জেলা কমিটির যুগ্ম সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান অভিযোগ করেছেন, তাদের ওপর হামলা হয়েছে।

নিউজবাংলাকে তিনি বলেন, জুমার নামাজের পর মুসুল্লিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঈদগাহ ময়দানে বিক্ষোভের জন্য অবস্থান নেন। এ সময় পুলিশ গিয়ে লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে। এতে অন্তত ১৫জন কর্মী আহত হয়েছেন।

হেফাজতে ইসলামী সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে রাজপথে কর্মসূচি পালন করছে।

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বন্ধু দেশটির সরকার প্রধানের সফরকে কেন্দ্র করে ২৬ মার্চ চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সহিংসতা চালায় তারা। সেদিন পুলিশ গুলি চালালে পাঁচ জন নিহতের পর ২৮ মার্চ ডাকে হরতাল।

সেদিন দেশের নানাপ্রান্তে তাণ্ডব চালানো হয়। সরকারি-বেসরকারি নানা স্থাপনার পাশাপাশি ভাঙচুর চলে ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নেও। গণমাধ্যমকর্মীদের ওপরও হয় আক্রমণ।

তবে উল্টো তাদের ওপর হামলা হয়েছে অভিযোগ করে বিক্ষোভ দেখাচ্ছেন সংগঠনটির নেতা-কর্মীরা

Bootstrap Image Preview