Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খালেদার পুত্রবধূর বিরুদ্ধে মামলা চলবে কিনা জানা যাবে ৮ এপ্রিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২১, ১১:৩১ AM
আপডেট: ০২ এপ্রিল ২০২১, ১১:৩১ AM

bdmorning Image Preview


জাতীয়তাবাদি দল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় আপিল আবেদনের শুনানি শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আদেশের জন্য আগামী ৮ এপ্রিল দিন ধার্য করেছেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। জোবায়দার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

২০০৭ সালের ২৬শে সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে কাফরুল থানায় এ মামলা করে দুদক।মামলায় বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবায়দা রহমান ও বেয়াইন ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।পরে ওই বছর জোবায়দা রহমান মামলা স্থগিত করার জন্য হাইকোর্টে রিট করেন। রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। পরে সেই রুলের শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল জারি করা রুল খারিজ করে রায় দেন হাইকোর্ট।

রায়ে জোবায়দা রহমানকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেন।সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জোবায়দা রহমান।

বৃহস্পতিবার (১ এপ্রিল) আপিল আবেদনের শুনানি শেষে ৮ই এপ্রিল আদেশের জন্য দিন ধার্য করেছেন।

Bootstrap Image Preview