Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২১, ০৬:৩৯ PM
আপডেট: ০৪ মার্চ ২০২১, ০৬:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


করোনা ভাইরাসের টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে গণভবনে তিনি টিকা নেন।এসময় সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা।

প্রধানমন্ত্রীর টিকা নেওয়ার বিষয়টি  নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী বিটু।

এদিকে, টিকা নেয়ার আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন। এর আগে ২৪ ফেব্রুয়ারি করোনার টিকা নেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা।

গত ৭ ফেব্রুয়ারি দেশে একযোগে এক হাজার পাঁচটি কেন্দ্রে টিকা প্রদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কেন্দ্রগুলোতে টিকা প্রদান করা হয়।

১ম দফায় ৭০ লাখ টিকা ভারত থেকে দেশে আনা হয়। যার মধ্যে ভারতের উপহার হিসেবে ছিল ২০ লাখের মতো। এরপর ২য় দফায় আরও ২০ লাখ টিকা আনা হয়েছে।

সারাদেশে গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভার্চ্যুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Bootstrap Image Preview