Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিউরোসায়েন্স হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী একাধিক বাড়ি, গাড়িসহ কয়েক কোটি টাকার মালিক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২১, ০৭:২৮ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০২১, ০৭:২৮ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


মাত্র আট বছর চাকরি করে একাধিক বাড়ি গাড়িসহ কয়েক কোটি টাকার মালিক হয়েছেন নিউরোসায়েন্স হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী জাকির হোসেন। তার অবৈধ সম্পদের ব্যাপারে অনুসন্ধান করছে দুদক ও স্বাস্থ্য মন্ত্রণালয়। বর্তমানে এক প্রকার পালিয়ে বেড়াচ্ছেন তিনি। এ নিয়ে নিউরোসাইয়েন্স হাসপাতাল কর্তৃপক্ষও কোনও বক্তব্য দেয়নি।

স্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদ মনে করেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা না নেয়া কর্তৃপক্ষের ব্যর্থতা।

স্বাস্থ্যখাতের মালেক ড্রাইভার মতোই নিউরোসায়েন্স হাসপাতালের হিসাবরক্ষক জাকির হোসেন। ২০১২ সালে স্বাস্থ্যের চাকরিতে জয়েন করে যেন হাতে আলাদীনের চেরাগ পান। আট বছরে বনে যান কোটি কোটি টাকার সম্পদের মালিক। দুদকের নথি অনুযায়ী ঢাকায় জাকিরের তিনটি ফ্ল্যাট রয়েছে। এরই মধ্যে কল্যাণপুর ও ষাট ফুট রাস্তার পাশের দুটি বিলাসবহুল বাড়ি। প্লট রয়েছে ঢাকা উদ্যান ও সাভারে রয়েছে ৩টি গাড়ি।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালে কয়েকজন কর্মচারী অভিযোগ করে বলেন, জাকির কর্মকর্তাদের ম্যানেজ করেই সম্পদের পাহাড় গড়েছেন। আর অবৈধ সম্পদের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিঠি দিলেও জাকিরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

এই বিষয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আমি কিছু বলতে পারবো না। মন্ত্রণালয় থেকে তদন্ত করা হচ্ছে।

একই সমস্যা নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক বেনজির বলেন, যখনি কোনও সংবাদ মাধ্যমে কারো বিরুদ্ধে অভিযোগ উঠে, তখন প্রতিষ্ঠানের উচিত অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া। অপকর্মের তথ্য সঠিক ভাবে না দেয়া আর ব্যবস্থা না নেয়া এক ধরনের অপরাধ।

এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী সচেতন মহলের।

Bootstrap Image Preview