Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহামূল্যবান তক্ষকসহ এক পাচারকারী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০২১, ০৫:৫৭ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০২১, ০৫:৫৭ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


দুই কোটি টাকা মূল্যের একটি তক্ষকসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট ব্রিজ এলাকা থেকে আটক করা হয়।

আটককৃত পাচারকারী চরদুয়ানী ইউনিয়নের ছহেরাবাদ গ্রামের নকুলেশ্বর বারিকের ছেলে রঞ্জন বারিক (৪৫)।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মুন্সিরহাট এলাকা থেকে তক্ষক পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো। এরপর অভিযান চালিয়ে তক্ষকসহ রঞ্জন বারিককে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে বন্য ও প্রাণিসম্পদ সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর নেপথ্যে কারা আছে জানার চেষ্টা করছি। উদ্ধারকৃত তক্ষকটির দাম ২ কোটি টাকা হবে।

Bootstrap Image Preview