Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারীদের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেয়া প্রেমিক চক্র আটক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৫০ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৫০ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


নারীদের টার্গেট করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে সম্পর্ক গড়ে তোলে। তারপর লোভ দেখিয়ে ফাঁদে ফেলে হাতিয়ে নেয় সর্বস্ব। চট্টগ্রামে এমন সংঘবদ্ধ এক প্রতারক চক্রকেই ফাঁদে ফেলে গ্রেফতার করে ডবলমুরিং থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় টাকা, মোবাইলসহ নানা জিনিসপত্র।

সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য র‍্যাম্প নায়ক সানি, আরাফাত ও আহমেদ। এরা ফেসবুকে সম্পর্ক করে অভিনব কায়দায় হাতিয়ে নেয় সর্বস্ব। ২০১৮ সালে ফেসবুক প্রতারক সানির সঙ্গে পরিচয় হয় ঢাকার ফটোসেশন মডেলিং লাভলীর। পরে এ বছর ৩০ জানুয়ারি চট্টগ্রামে বিভিন্ন ব্র্যান্ডের ফটোসেশনের কাজ আছে বলে ডেকে আনে চট্টগ্রাম নগরী বাদামতলী এলাকায়। পরে এ তিনজন কৌশলে টাকা ও মোবাইল হাতিয়ে নেয় লাভলী ও তার বান্ধবীর কাছ থেকে।

অভিযুক্ত আনোয়ার ইসলাম সানি বলেন, মোবাইলটা পাওয়ার পর বিক্রয় ডট কমে সেল করে দেই। ওই টাকা তিনজনে ভাগ করে নিয়েছে।

ঘটনার পর লাভলীর অভিযোগের ভিত্তিতে শনিবার নগরীর নানা জায়গা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ। পরে সানির ঘর থেকে ব্যাগ, টাকা ও মোবাইল উদ্ধার করা হয়।

সিএমপির ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, আগ্রাবাদ, পতেঙ্গা সি বিচে এ ধরনের ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

Bootstrap Image Preview