Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাড়িতে ঢুকে যুবতীকে উত্যক্ত করার প্রতিবাদে পরিবারের ওপর মাদকাসক্ত বখাটের হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২১, ০৯:০২ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০২১, ০৯:০২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


গাইবান্ধার সুন্দরগঞ্জে এক যুবতীকে (২১) গভীর রাতে বাড়িতে ঢুকে উত্যেক্তের প্রতিবাদ করায় মাদকাসক্ত বখাটের হামলার শিকার হয়েছে একটি পরিবার। বৃহস্পতিবার রাতে ওই যুবতীকে শ্লীনতাহানির সময় মাদকাসক্ত বখাটে মনু মিয়াকে (২৫) আটক করেন স্থানীয়রা। পরে ওই ওয়ার্ডের কাউন্সিলর আনারুল ইসলাম সমাধানের কথা বলে বখাটে মনুকে ছাড়িয়ে নেন।

এদিকে, রাতে ছাড়া পাওয়ার পর আরো বেপরোয়া হয় মাদকাসক্ত ওই বখাটে। এরই জেরে শুক্রবার সকালে ভুক্তভোগীর পরিবার ও উত্যেক্তে বাঁধা দেওয়া স্থানীয় তিনজনের উপর দেশীয় অস্ত্রসহ হামলা চালায় বখাটে মনু মিয়া ও তার তিন ভাই। এতে বখাটের হামলায় প্রতিবাদ করা তিন ব্যক্তি গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। শুক্রবার (২৯ জানুয়ারী) সকালে পৌরসভার ৭ নং ওয়ার্ডের তিস্তা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত বখাটে মনু মিয়া ওই এলাকার দুলা মিয়ার ছেলে। ওই বখাটে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আনারুল ইসলামের মদদে এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে ওই যুবতীর বাড়িতে প্রবেশ করে শীলতাহানির চেষ্টা করেন মনু মিয়া। এতে বখাটে মনু মিয়াকে বাড়ি থেকে আটক করেন স্থানীয়রা। পরে স্থানীয় কাউন্সিলর আনারুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমাধানের কথা বলে বখাটে মনু মিয়াকে ছাড়িয়ে নেন। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে উত্যেক্তের প্রতিবাদ করা স্থানীয় ওই তিন ব্যক্তির উপর ধারালো ছুরি, কুড়াল ও ক্রিকেট ব্যাট দিয়ে হামলা চালায় বখাটে মনু মিয়া ও তার তিন ভাই আনোয়ার, মোনা, জিয়াসহ ৫/৬ জনের একটি বাহিনী।

বখাটের অতর্কিত হামলায় গুরুতর হন একই পরিবারের তিনজন। আহতরা হলেন-আফজাল হোসেনের ছেলে ফরিদুল ইসলাম (৩৭), তার ছোট ভাই ফিরোজ কবির (৩০) ও একই এলাকার মৃত আনছার আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০)। পরে স্থানীয়রা এগিয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এমনকি এসময় আহত রফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালিয়ে ভাঙচুর ও নগদ এক লাখ ২৭ হাজার টাকা লুট করে নিয়ে যান বখাটেরা। এ ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ দাখিল করেনি ভুক্তভোগীর পরিবার।

আহত ফরিদুল জানায়, গতকাল রাতে বখাটে মনু মিয়া বাড়িতে ঢুকে আমার প্রতিবেশি এক মেয়ের শীলতাহানির চেষ্টা করে। এতে আমি প্রতিবাদ করায় আজ সকালে মনু ও তার ভাইসহ চাইনিজ কুড়াল দিয়ে আমাদের উপর হামলা চালায়। আমরা এর বিচার চাই। স্থানীয় ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, বখাটে মনু মাদকাসক্ত, সে সবসময় এভাবে নারীদের উত্যেক্ত করে। আর এসব অপকর্মের মদদ দেন স্থানীয় কাউন্সিলর আনারুল ইসলাম। এমনকি বখাটে মনু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালিয়ে ভাঙচুর নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এ নিয়ে অভিযুক্ত কাউন্সিলর আনারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। এমনকি তার বিরুদ্ধে অভিযোগের লিখিত কপি নিয়ে এ প্রতিবেদককে তার সাথে দেখা করতে বলে ফোন কেটে দেন।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, বিষয়টি আমার জানা নেই, এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।

Bootstrap Image Preview