Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিনেমা হলে দর্শক ফেরাতে প্রধানমন্ত্রীর আহ্বান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২১, ০২:২৯ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২১, ০২:২৯ PM

bdmorning Image Preview


সিনেমা হলে দর্শক ফেরানোর মতো চলচ্চিত্র নির্মাণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও দেশের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি শিশুদের জন্য বেশি বেশি চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান তিনি।

আজ রবিবার (১৭ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে সংশ্লিষ্টদের আরও দক্ষ হতে হবে। বিশ্ব দরবারে নিয়ে যেতে হবে দেশের চলচ্চিত্রকে।’

অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে না পেরে তিনি বলেন, ‘আমার একটা দুঃখ থেকে গেলো, আমি নিজে উপস্থিত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সবার হাতে তুলে দিতে পারলাম না। এটা আমার জন্য খুব কষ্টের। তারপরেও আমি আশা করি, এই করোনার হাত থেকে আমরা মুক্তি পাবো একদিন। আবার আমরা সবাই এক হতে পারবো।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘করোনার কারণে আসলে আমি একরকম বন্দি জীবন যাপন করছি। আজকে বাংলাদেশ ডিজিটাল হয়েছে বলেই এভাবে অনুষ্ঠানে যোগ দিতে পারলাম।’

Bootstrap Image Preview