Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপির ঐক্য নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২১, ০৩:৪৬ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০২১, ০৩:৪৬ PM

bdmorning Image Preview


বিএনপির ভেতরেই ঐক্য নেই। বরং তাদের নিজের দলের ঐক্যটাকে ধরে রাখার চেষ্টা করাই শ্রেয়। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, প্রথমত তারা ডান-বাম-অতিবাম-অতিডান, প্রতিক্রিয়াশীল এবং ধর্মান্ধগোষ্ঠীর সবাইকে এক করে গত ২০১৮ সালের নির্বাচনেও সরকারের বিরুদ্ধে একটি বৃহত্তর ঐক্য গড়ে তোলার চেষ্টা করেছিল। কাঁচের গ্লাসের মতো সেই ঐক্য ভেঙ্গে গেছে। যে দলগুলো একত্রিত হয়েছিল, সেগুলোর অভ্যন্তরীণ ঐক্য নেই এবং বিএনপির ভেতরেও তা নেই। যেহেতু বৃহত্তর ঐক্যের চেষ্টায় কোনো ফল তারা পায়নি সুতরাং তাদের নিজের দলের ঐক্যটাকে ধরে রাখার চেষ্টা করাই শ্রেয়।

ড. হাছান বলেন, গত কিছুদিন ধরে যেভাবে বিএনপির নেতারা একে অপরের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যেভাবে বক্তব্য রাখছেন এবং সামনে সারিতে বসা নিয়ে মারামারি করেছেন তা তাদের দলের প্রচন্ড অনৈক্যের বিষয়টি প্রকাশ পেয়েছে।

আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, একটি ভুল সংবাদের প্রেক্ষিতে করোনাভ্যাকসিন নিয়ে যে ধ্রুমজাল তৈরি হয়েছিল, সেটি নিরসন হয়েছে। এরপরও ভুয়া কথা বলে বিএনপি জনগণের মধ্যে প্রথম থেকেই বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালিয়ে এসেছে, তা এখনো জিইয়ে রাখতে চায়। বাংলাদেশ চুক্তি অনুযায়ী যথাসময়েই এই ভ্যাকসিন পাবে।

তিনি বলেন, আমাদের পূর্বসূরি যে মুক্তিযোদ্ধারা জীবনকে হাতের মুঠোয় নিয়ে আমাদের এই দেশ রচনা করেছিলেন, তাদের ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর জিয়া-এরশাদ সাহেবদের আমলে অসম্মানিত, নিগৃহীত করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সম্মানের আসনে বসিয়েছেন, তাদের ভাতার ব্যবস্থা করেছেন, তাদের সন্তানদের জন্য চাকরিতে বিশেষ কোটার রাখা হয়েছে। এছাড়া প্রতি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে এবং হচ্ছে।

Bootstrap Image Preview