Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীর দূরদর্শিতা না থাকলে করোনা মোকাবিলা সম্ভব ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২১, ০৯:৪০ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২১, ০৯:৪০ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতা না থাকলে দেশে সফলভাবে করোনা মোকাবিলা সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সোমবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের কেএন-৯৫ মাস্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারনে বিশ্বজুড়ে মহামারি পরিস্থিতি তৈরি হলেও দেশের অর্থনীতি, স্বাস্থ্যখাতসহ কোনও খাতেই করোনার তেমন প্রভাব পরেনি।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘করোনা যখন আমাদের দেশে হানা দেয়, তখন কিভাবে এটা মোকবিলা করা যায়, তা নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল আমাদের চিকিৎসকরা। কিভাবে তারা এই রোগের চিকিৎসা দিবেন সেটাই জানা ছিল না তাদের। কিন্তু ধীরে ধীরে আমরা প্রতিরোধ করেছি এবং আজ বিশ্বে করোনা মোকাবিলায় আমরা ২০তম এবং উপমহাদেশে প্রথম।’

জাপান সরকারের প্রসংশা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গি হামলার পর অনেক দেশই বাংলাদেশকে সহযোগিতা বন্ধ করে দেন। কিন্তু জাপান কখনো আমাদেরকে সহযোগিতা বন্ধ করেনি। তারাই সবসময় আমাদের পাশে ছিল, করোনা মোকাবেলায়ও তারা আমাদের সাথে রয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি এম ইকবাল আর্সলান।

Bootstrap Image Preview