Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আধুনিকায়নের মাধ্যমে জনবান্ধব পুলিশ গড়তে চায় সরকারঃ প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০২১, ০৪:২১ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০২১, ০৪:২১ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ প্রযুক্তির বিকাশে অপরাধের ধরন পাল্টে যাচ্ছে। তাই জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরো দক্ষ ও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৩ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজশাহীর পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আইনের শাসন প্রতিষ্ঠা করে মানুষের আস্থা অর্জনে পুলিশ বাহিনীকে নির্দেশ দেন সরকারপ্রধান।

সকালে গণভবন থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৩৭তম শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী। তাকে রাষ্ট্রীয় সালাম জানান নবীন পুলিশ কর্মকর্তারা। এ বছর ১৩ নারীসহ ৯৭ জন এএসপি প্রশিক্ষণ শেষ করে শপথ নেন দেশের আইনশৃঙ্খলা রক্ষায়। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, সার্বিক আধুনিকায়নের মাধ্যমে জনবান্ধব পুলিশ গড়তে চায় সরকার।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশকে মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করতে হবে। মানুষের ভালোবাসা, আস্থা অর্জন করতে পারলে পুলিশের সংখ্যার প্রয়োজন হবে না। মানুষকে সঙ্গে নিয়েই দেশের যে কোনো অপরাধ দমন করা যাবে। কাজেই সেভাবে নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি বলেন, পুলিশ বাহিনী পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার, আইনের শাসনের সর্বাধিক গুরুত্ব দেবে।

পুলিশের জন্য আলাদা মেডিকেল ইউনিট গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির অবাধ প্রবাহে অপরাধের ধরন পাল্টেছে, সতর্ক থাকতে হবে কর্মকর্তাদের।

ইন্টারনেটের প্রসারে জনজীবনের শান্তি যাতে বিঘ্নিত না হয়, সেদিকে আরো দক্ষতার সঙ্গে কাজ করতে পুলিশকে নির্দেশ দেন সরকারপ্রধান।

Bootstrap Image Preview