Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকরিয়ায় যাত্রীবাহী বাস-ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০২১, ০৮:৪৮ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০২১, ০৮:৪৮ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


কক্সবাজারের চকরিয়ায় উপজেলার বরইতলী ইউনিয়নের মাদ্রাসাগেটে সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।

শুক্রবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ডাম্পট্রাক চালক মোহাম্মদ মানিক (২৬) ও গাড়ির হেলপার মো. তারেকুল ইসলাম বাবু (২২)।দুইজনের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়।

দুর্ঘটনায় আহতরা হলেন,  বাসযাত্রী নিশীথা বড়ুয়া (১৮), অতুল বড়ুয়া (২২), সফুরা খাতুন (৭০) ও হাচিং মং (২৪) ও  মমতাজ আহমদ (২৮)।

হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিছুর রহমান বলেন, লামা থেকে চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের একটি বাস ও পেকুয়া থেকে বরইতলীমুখী মাটিবাহী মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাক চালক মোহাম্মদ মানিক মারা যান। পরে হেলপার মো. তারেকুল ইসলামকে হাসপাতালের নেওয়ার পথে মারা যান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বান্দরবানের লামা থেকে চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো-ব-১৪-২০৭৫) ও কক্সবাজারের পেকুয়া থেকে মাটিভর্তি ডাম্পার (চট্ট মেট্টো-অ-১১৬) গাড়িটি মহাসড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের মাদ্রাসা গেইট এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মহাসড়কের উভয়দিকে প্রায় আধঘন্টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। মহাড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশ দুর্ঘটনায় পতিত ডাম্পার গাড়িটি ক্রেন দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, 'সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই দুর্ঘটনায় দুইজন মারা গেছে। গুরুতর আহত হয়েছে আরও পাঁচ বাসযাত্রী। তাদেরকে দ্রুতসময়ে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ এবং দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।'

Bootstrap Image Preview