Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশের বিনোদন অঙ্গনের শীর্ষ দশ ডিজিটাল তারকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ০৯:৩৫ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০২০, ০৯:৩৫ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে প্রভাবশালী তারকাদের তালিকায় বাংলাদেশী নায়ক-নায়িকাদের জয়জয়কার।

করোনার কারণে দীর্ঘদিন বিনোদন অঙ্গনের কার্যক্রম বন্ধ। কিন্তু তারকারা ব্যক্তিগত আর পেশাজীবনের যা কিছু, আছে সবটাই প্রকাশ করেছেন ফেসবুকে।

কদিন আগে গ্লোবাল মিডিয়া কোম্পানি ফোর্বস প্রকাশ করেছে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রভাবশালী ডিজিটাল তারকাদের তালিকা।

বাংলাদেশের শীর্ষ ১০ ডিজিটাল তারকার ৬ জনই নারী। তালিকার প্রথম নামটিই পরীমনির। ফেসবুকে তাঁর পেজের লাইক ছাড়িয়ে গেছে ৮৯ লাখ ৮৫ হাজার।

একনজরে কার কত লাইক
পরীমনি ৮৯ লাখ ৮৫ হাজার
তাহসান খান ৮২ লাখ ২৯ হাজার
নুসরাত ফারিয়া ৭০ লাখ
হানিফ সংকেত ৪৪ লাখ
আসিফ আকবর ৩৪ লাখ
অপু বিশ্বাস ৩১ লাখ ২৩ হাজার
শাকিব খান ৩০ লাখ ৭৬ হাজার
পড়শী ৩০ লাখ ৭১ হাজার
সাফা কবির ২৭ লাখ ৬৯ হাজার
বিদ্যা সিনহা মিম ২৭ লাখ

দ্বিতীয় অবস্থানে আছেন বড় পর্দা, ছোট পর্দা আর সংগীতে সরব তাহসান খান। শীর্ষ তিনে আছেন নুসরাত ফারিয়া। উপস্থাপক হিসেবে এই তালিকায় স্থান করে নেওয়া একমাত্র নামটি হানিফ সংকেতের। তিনি আছেন চতুর্থ অবস্থানে। তালিকায় পাঁচ ও ছয় নম্বরে আছেন অপু বিশ্বাস ও শাকিব খান। 

সবচেয়ে কমবয়সী তারকা হিসেবে ৩০ লাখ ৭১ হাজার লাইক নিয়ে তালিকায় নাম তুলেছেন ২৪ বছর বয়সী সংগীত তারকা পড়শী।ছোট পর্দার জনপ্রিয় মুখ সাফা কবিরের ভক্ত ছাড়িয়ে গেছে ২৮ লাখ। ২৭ লাখ লাইক নিয়ে তালিকার দশম নামটি লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মিমের।

 

Bootstrap Image Preview