Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

করোনার ভ্যাকসিন দিতে বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ভারতঃ পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ০৪:৪৭ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০, ০৪:৪৭ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ করোনার ভ্যাকসিন দিতে বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ভারত, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার ভার্চুয়াল বৈঠক শেষে এ বিষয়ে ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, প্রতিবেশী দেশে হিসেবে বাংলাদেশকে সর্বোচ্চ প্রাধান‌্য দেওয়ার অঙ্গিকারী করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, ‘আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সশরীরে আসার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন।’

Bootstrap Image Preview