Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় ৭নং ওয়ার্ড উপ-নির্বাচনে কাউন্সিলর পদে শিপন ভুঁইয়া বিজয়ী

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২০, ০৮:২৬ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০২০, ০৮:২৬ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচনে প্রয়াত মো. আবুল হাসেম ভুঁইয়ার শুন্য পদে নির্বাচিত হয়েছেন তার ছেলে মো.আলী হায়দার শিপন ভুঁইয়া।

সোমবার ১৩ (জানুয়ারী) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার পলাশ কান্তি চাকমা মো.আলী হায়দার শিপন ভুঁইয়া কে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষণা করেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও সহ-রিটার্নিং অফিসার এসএম মহিউদ্দিন জানান, উক্ত নির্বাচনে মো. আলী হায়দার শিপন ভুঁইয়া ৬‘শ ৮৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্ধী মো. হারুন মিয়া পেয়েছেন ২‘শ ২৬ ভোট।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের পাশে থাকার কথা উল্লেখ করে তরুন জনপ্রতিনিধি মো. আলী হায়দার শিপন ভুঁইয়া বলেন,আমি আমার বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করবো এবং ৭নং ওয়ার্ডের প্রতিটি জনসাধারণের পাশে থেকে এ জনপদকে একটি মডেল ওয়ার্ডে পরিণত করবেন বলে আশা বাদ ব্যাক্ত করেন তিনি।

মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ জানান, কোন ধরনের সংঘাত সহিংসতা ছাড়াই উপ-নির্বাচন শান্তিপুর্ণভাবে শেষ হয়েছে। তিনি বলেন,তীব্র শীতের কুয়াশা ভেদ করে নারী-পুরুসসহ বিভিন্ন বয়সী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

প্রসঙ্গত, ৭ ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হাশেম ভুঁইয়ার মৃত্যু জনিত কারনে নির্বাচন কমিশন স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ (৩) অনুযায়ী মাটিরাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে গত ১৮ ডিসেম্বর ২০১৯ উপ-নির্বাচনের তফসীল ঘোষনা করেন জেলা নির্বাচন অফিসার।

Bootstrap Image Preview