Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বইছে শৈত্যপ্রবাহ, থাকবে আরও দুই-তিন দিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ০১:৫১ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ০১:৫১ PM

bdmorning Image Preview


রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলছে শৈত্যপ্রবাহ। কোথাও কোথাও তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে।

বুধবার সকাল থেকে ঢাকাসহ অনেক জায়গাতেই দেখা মেলেনি সূর্যের। পৌষের শুরুতে বয়ে চলা এই শৈত্যপ্রবাহ আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় সূর্যের দেখা মেলেনি। তবে দুপুর দুইটার পর কিছু স্থানে সূর্য দেখা যেতে পারে। এছাড়া রাজধানীসহ বিভিন্ন জেলায় কুয়াশাচ্ছন্ন থাকবে।

তিনি জানান, বুধবার সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ১০ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা এ অবস্থায় থাকবে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

এদিকে সকাল নয়টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘনকুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ১৫ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ছয়টা ৩৬ মিনিটে।

Bootstrap Image Preview