Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘বাদ পড়া ১৯ লাখ মানুষকে বাংলাদেশে ঢুকানোর অপচেষ্টা করতে পারে ভারত’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৯, ১০:৩৯ PM
আপডেট: ৩১ আগস্ট ২০১৯, ১০:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে বাদ পড়েছেন প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। এ বিষয়ে সরকারকে সতর্ক করে বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

আজ শনিবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে দলা হলো-

‘আসামে নাগরিক তালিকা থেকে বাদ পড়ল ১৯ লাখ মানুষ। সেটা আরো বাড়তে পারে বা কমতে পারে। এদের অনেককে জোর করে বা মানবেতর পরিস্থিতিতে রেখে বাংলাদেশে ঢুকিয়ে দেয়ার অপচেষ্টা করতে পারে ভারত। এই চাপ মাথার উপর ঝুলিয়ে রেখে বাংলাদেশ থেকে আরো নানান একতরফা সুবিধা নেয়ার চেষ্টা হতে পারে।

ভারত এমন কিছু করলে সরকারকে শক্ত থাকতে হবে। সরকারকে বুঝতে হবে দেশের স্বার্থ্ বোঝে বাংলাদেশের মানুষ। দেশের জন্য শক্ত অবস্থান নিলে দল মত নির্বিশেষে সবাই থাকবে সরকারের পক্ষে। সরকারকে তাই স্পষ্টভাবে বলতে হবে ১৯ লাখ বা ভারতের কোন অধিবাসীর দায় বাংলাদেশ নেবে না।’

Bootstrap Image Preview