Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা হওয়া উচিৎ এইচএসসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯, ০৭:১৫ PM
আপডেট: ২৮ জুলাই ২০১৯, ০৭:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিসিএস ক্যাডার হওয়ার সর্বোচ্চ বয়সসীমা হওয়া উচিত ২০ বছর এবং শিক্ষাগত যোগ্যতা হওয়া উচিত এইচএসসি।

বিসিএস ক্যাডার হওয়ার জন্য যে জ্ঞান দরকার সেটা এসএসসি বা বড়জোর এইচএসসি লেভেলের পড়াশোনা দিয়েই অর্জন করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত ডিগ্রি নেয়া বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের পূর্বশর্ত হতে পারে না।

এটা একধরনের বাহুল্য এবং পারস্পারিক সাংঘর্ষিক। এদিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী অনেক স্মার্ট। তারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের অফিসার হিসেবে নিয়োগ দেয়। পরবর্তীকালে সেই অফিসারদের ইন্টেন্সিভ ট্রেনিং ও প্রয়োজন অনুযায়ী উচ্চশিক্ষা দেয়। পাবলিক সার্ভিস কমিশনেরও এমনটা করা উচিত।

বর্তমানে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় পড়ুয়ার লক্ষ্য বিসিএস ক্যাডার হওয়া। ফলশ্রুতিতে তারা তাদের একাডেমিক পড়াশোনা মোটেও করে না বরং বিসিএসের পড়া পড়ে৷ অথচ তাদেরকে যদি এইচএসসির পড়েই বিসিএস পরীক্ষা নিয়ে নিয়োগ দেয়া যেত তাহলে তারুণ্যের এই সময়টা নষ্ট হতো না, রাষ্ট্রের আর্থিক অপচয়ও হতো না।

বিশ্ববিদ্যালয় নতুন জ্ঞান, তত্ত্ব, প্রযুক্তি তৈরি করার জায়গা, বিসিএস ক্যাডার তৈরি করার জায়গা নয়।

লেখকঃ নাজিরুম মুবিন  (ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া)

Bootstrap Image Preview