Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাঙ্গামাটিতে প্রিসাইডিং-পোলিং অফিসারসহ নিহত ৫, পুলিশসহ গুলিবিদ্ধ ১০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৮:০৩ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০৯:৫০ PM

bdmorning Image Preview


রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কংলাক থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ভোটকেন্দ্র থেকে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে প্রিসাইডিং অফিসারসহ পাঁচ জন নিহত হয়েছেন।

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় সাত জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাজেক কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আবদুল হান্নান আরবের নাম পাওয়া গেছে।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে মধ্যে চার জন পুলিশ সদস্য, তিন জন আনসার সদস্য, দু'জন নারী ও একজন শিশু রয়েছে। আহতদের বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত ৫ জনের মধ্যে ১ জন প্রিজাইডিং অফিসার, ১ জন পোলিং অফিসার ও ৩ জন আনসার সদস্য বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ঘটনার খবর শুনেছি, তবে কত জন আহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাঘাইছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলমও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে ১৬ জেলার শতাধিক উপজেলায় আজ সোমবার ভোট নেওয়া হয়। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ২য় ধাপের এ নির্বাচনে  

Bootstrap Image Preview