Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুদকের মামলায় পুলিশ সার্জেন্টের ৭ বছরের কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০২:০৫ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ০২:০৫ PM

bdmorning Image Preview


অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় পুলিশ সার্জেন্ট মো. আজাহার আলীকে সাত বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মঙ্গলবার সৈয়দ কামাল হোসেন এ রায় ঘোষণা করেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি রমনা থানায় এ মামলাটি করে দুদক।

দুদক আইন ২০০৪-এর ২৬(২) ধারায় দুই বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ডের টাকা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

এ ছাড়া ২৭(১) ধারায় ৫ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ডের টাকা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

Bootstrap Image Preview