Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রমিকদের মজুরি সমন্বয়ের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ০৪:৪৩ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ০৪:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

আজ রবিবার দুপুরে শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, দেশে মজুরি কাঠামো নিয়ে পোশাক শ্রমিকদের মধ্যে চলমান অসন্তোষ, আন্দোলন, সংঘর্ষের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী ।

যৌক্তিক হারে বাড়বে সবার বেতন-এ কথা উল্লেখ করে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ৩, ৪, ও ৫ নম্বরের সঙ্গে সমন্বয় হবে ১ ও ২ নম্বর গ্রেডের বেতন।

এদিকে দেশের বিভিন্ন স্থানে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ এখনো চলছে। বিক্ষোভের জেরে রবিবার সকালে আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুরের অন্তত ৫০টি কারখানা বন্ধ করে দেয়া হয়েছে।

পুলিশের সঙ্গে শ্রমিকদের সংষর্ষে আহত হয়েছেন ১০ জন।

নতুন মজুরি কাঠামো অনুযায়ী প্রতিশ্রুত মজুরি না দেয়া এবং মজুরি কাঠামো পরিবর্তনের দাবিতে চলছে এ বিক্ষোভ।

গত একসপ্তাহ ধরে আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকার শ্রমিকরা বিক্ষোভ করে আসছেন।

এদিকে, আজ বিজিএমইএ জানিয়েছে, আগামীকাল-সোমবার থেকে কোনো তৈরি পোশাক কারখানার শ্রমিক কাজ না করলে শ্রমআইন অনুযায়ী ওই কারখানা বন্ধ থাকবে। এই বন্ধের সময় শ্রমিকরা মজুরি পাবেন না।

অপরদিকে, পোশাক শ্রমিকদের মজুরি সমন্বয়ে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বিকেলে মালিক, শ্রমিক ও সরকার পক্ষের বৈঠক শুরু হতে যাচ্ছে।

Bootstrap Image Preview