Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে সাধন চন্দ্র মজুমদার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০৫:৪৬ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০৫:৪৬ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


নতুন মন্ত্রীসভায় খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সাধন চন্দ্র মজুমদার। রবিবার বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসন থেকে নির্বাচিত হন তিনি।

উল্লেখ্য,নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনে এবারের নির্বাচনসহ তিন বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ সাধন চন্দ্র মজুমদার। এর আগে এই আসন থেকে তিনি ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

প্রসঙ্গত, নতুন মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ সদস্য বিশিষ্ট। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হচ্ছেন ৩ জন।

Bootstrap Image Preview