Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শুক্রবার, মে ২০২১ | ২৪ বৈশাখ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

পরিবহন সেক্টরকে চাঁদামুক্ত ঘোষণা করলেন নবনির্বাচিত এমপি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ১০:১১ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ১০:১১ PM

bdmorning Image Preview


ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় বাস, ট্রাক, মাইক্রো, প্রাইভেটকার, লেগুনা, অটো-টেম্পুসহ সকল ধরনের পরিবহন সেক্টরকে চাঁদা (জিপি) মুক্ত ঘোষণা করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।

মঙ্গলবার (পহেলা জানুয়ারি) দুপুরে স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকার স্মৃতিসৌধ চত্তরে পরিবহন সেক্টরের নেতা, মালিক ও শ্রমিক উদ্যেশে আয়োজিত এক পথসভায় এ ঘোষণা দেন।

তিনি চাঁদাবাজদের হুশিয়ারী দিয়ে বলেন, ভালুকায় পরিবহন সেক্টরের নাম করে কেউ কোন প্রকার চাঁদা দাবি করে তাহলে সরাসরি আমাকে জানাবেন। আমি তা কঠোর হস্তে দমন করবো। ভালুকায় কোন প্রকার চাঁদাবাজি চলবে না। আমার প্রাণের এই উপজেলা হবে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত জনপদ।

এ সময় অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার প্রমুখ।

Bootstrap Image Preview