Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উখিয়ায় বই উৎসব পালিত

সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রদতিনিধি:
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৯:৫১ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৯:৫১ PM

bdmorning Image Preview


'শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ' এ স্লোগন নিয়ে সারা দেশের মত কক্সবাজারের উখিয়ায় উৎসব মূখর পরিবেশে পালিত হলো বই উৎসব।

মঙ্গলবার (১ জানুয়ারি) উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসব পালিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী।

বক্তব্য রাখেন, উখিয়া থানার ওসি আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাইহানুল ইসলাম মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশিদ। বক্তারা বলেন, শিক্ষায় প্রচুর বরাদ্দ দিয়ে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার।

এতে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ ইব্রাহীম, মোহাম্মদ ইউসুফ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মেধু বড়ুয়া।

Bootstrap Image Preview