Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় বই উৎসব পালিত

আবুল হাসেম,মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৭:৪২ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৭:৪২ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উৎসবমুখবর পরিবেশে প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসাসমূহে বই উৎসব উদযাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার নতুন বছরের শুরুতেই নতুন বই হাতে নিয়ে শিক্ষা বছর শুরু করেছে কোমলমতি শিক্ষার্থীরা।

মঙ্গলবার সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দিয়ে মাটিরাঙ্গায় বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাটিরঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সমাবেশ চাকমা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কমল জ্যোতি চাকমা ও মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাটিরঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, কোন শিশুই যেন শিক্ষা বঞ্চিত না হয় এ জন্যই বছরের প্রথম দিনই তাদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে। সরকারের প্রচেষ্ঠায় আজ ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে। সকলকে শিক্ষা লাভের সুযোগ গ্রহনের ও আহবান জানান তিনি।

এর পরপরই কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিয়ে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উদযাপন করেন। এসময় মাটিরাঙ্গা জোনের জোনাল ষ্টাফ অফিসার মেজর মো: মাজহারুল ইসলাম ভুইয়া, বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন খোন্দকার, প্রমুখ উপস্থিত ছিলেন।

২০১৯ শিক্ষাবর্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ১‘শ ২২টি সরকারী-বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ৯৭ হাজার ৫শ' ৫৫টি নতুন মলাটের নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হবে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ।

Bootstrap Image Preview