Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে বিনামূল্যে বই বিতরণ

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৭:১২ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৭:১২ PM

bdmorning Image Preview


‘শিক্ষা নিয়ে গড়ব দেশ’ ‘শেখ হাসিনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দিনব্যাপী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৪৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। এ সব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কিন্ডারগার্টেন, আনন্দ স্কুল ও ব্র্যাক স্কুল।

সকাল থেকে শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে এসে ভীড় জমায়। এরপর একে একে নাম রোল ডেকে ডেকে তাদের হাতে শিক্ষকরা তুলে দেন এবছরের নতুন বই। এ সময় কোমলমতি শিশুরা নতুন বই হাতে পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে।

শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্তরের ও শাহজাদপুর ইব্রাহিম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে এ বই বিতণর উৎসবের উদ্বোধন করেন, নব-নির্বাচিত এমপি আলহাজ হাসিবুর রহমান স্বপন।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। প্রধান শিক্ষক ময়নুল হোসেন ও প্রধান শিক্ষিকা কামরুন নাহার লাকী।

এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক, শিক্ষাবিদ এ, এম আব্দুল আজীজ,দায়িত্ব প্রাপ্ত পৌর মেয়র নাসির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস, আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলাম শাহু প্রমুখ।

পরে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এবং শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক জানান, উপজেলার ২২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২ টি কিন্ডারগার্টেন এবং আনন্দ স্কুল ও ব্র্যাক স্কুলসহ মোট ৪৪৪টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মোট ৩ লাখ ৩৫ হাজার ৯৭৩টি নতুন বই বিতরণ করা হয়েছে।

অপরদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস জানান, উপজেলার ৭০টি হাই স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সকল বিষয়ে নতুন বই বিতরণ করা হয়েছে।

Bootstrap Image Preview