Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টানা তৃতীয়বার এমপি হওয়ায় রমেশ চন্দ্রকে শুভেচ্ছা

ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৬:৩৯ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৬:৩৯ PM

bdmorning Image Preview


টানা তৃতীয়বারের মত ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাংসদ রমেশ চন্দ্র সেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (তোজা)।

আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়ন রামনাথহাট এলাকায় সাংসদ রমেশ চন্দ্র সেনের নিজস্ব বাসভবনে এ ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।

এ সময় ঠাকুরগাঁঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউর রহমান বকুল, সাধারণ সম্পাদক মো: শাকিল আহমেদ, দপ্তর সম্পাদক জুনাইদ কবির, অর্থ সম্পাদক মো: ওয়াদুদ হোসেন, প্রচার সম্পাদক রাশেদুজ্জামান সাজু, ক্রীড়া সম্পাদক আসিফ জামান, সাধারণ সদস্য আল মাহামুদুল হাসান বাপ্পি, সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

নব-নির্বাচিত সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা আপনাদের কলমের লেখনির মাধ্যমে মানুষের সুখ-দুঃখের কথাগুলো তুলে ধরবেন। ঠাকুরগাঁও মানুষের ভাগ্যের পরিবর্তনে আমাদের সরকার কাজ করেছে, তাই পুনরায় জনগণের ভালোবাসায় এমপি হয়েছি। এ আসনে আমরা প্রচুর উন্নয়ন করেছি। সামনে আরও উন্নয়ন হবে। এতে করে এ আসনের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে বলে তিনি আশা করেন।

ঠাকুরগাঁও-১ আসনে অতীতে সাংসদ রমেশ চন্দ্র সেন যেভাবে উন্নয়ন করেছেন, ঠিক তেমনি আগামীতেও এ আসনের মানুষের কথা চিন্তা করে তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ঠাকুরগাঁঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ।

উল্লেখ্য, গত রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের ১৭৫টি কেন্দ্রে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী রমেশ চন্দ্র সেনের কাছে ৯৭ হাজার ৫১৮ ভোটের ব্যবধানে হেরে যায় বিএনপির মহাসচিব ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রমেশ চন্দ্র সেন ২ লক্ষ ২৫ হাজার ৫৯৮ ভোট পায় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ১ লক্ষ ২৮ হাজার ৮০ ভোট। এছাড়াও এ আসনে ইসলামী আন্দোলনের আব্দুল জব্বার পান ৩ হাজার ৪১৪ ভোট ও ইসলামী ঐক্যজোটের রফিকুল ইসলাম পান ৪৪৮ ভোট।

ভোট শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ড. কেএম কামরুজ্জামান সেলিম আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রমেশ চন্দ্র সেনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষনা করেন।

Bootstrap Image Preview