Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বছরের প্রথম দিনই মীরসরাইতে বই উৎসব 

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০৪:৫৫ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০৪:৫৫ PM

bdmorning Image Preview


চট্রগ্রামের মীরসরাইয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনেই সারা দেশে একযোগে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। উপজেলার প্রতিটি মাধ্যমিক, প্রাথমিক ও দাখিল মাদরাসায় বই বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার মীরসরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, মীরসরাই মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, আবুতোরব বহুমূখী উচ্চ বিদ্যালয়, পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয়, আবু তোরাব ফাজিল মাদ্রাসা, খেয়াহাট নুরিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় ব্যাপক আয়োজনে বই উৎসব ও আলোচনা সভা করা হয়েছে।

মীরসরাই মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন সভাপতিত্বে এবং ক্রিড়া শিক্ষক দিদারুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকার্তা হুমায়ুন কবির খান।

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যায়ের শিক্ষক, হোসাইন সবুজ, খালেদা আক্তার, রাফিয়া বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

এ ছাড়াও পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের সভাপতি আবু নছর মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন, মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মেদ নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নুর ইসলাম মেম্বার, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, হুমায়ুন কবির, আলী হোসেন, শামসুদ্দিনসহ আরও অনেকে।

উপজেলার শিক্ষার্থীরা বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে যেন খুশিতে আত্মহারা।

Bootstrap Image Preview