Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নেত্রকোনা-৪: বেসরকারি ফলে নৌকার রেবেকা মমিন জয়ী

নারী ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০২:২১ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০২:২১ PM

bdmorning Image Preview
রেবেকা মমিন


নেত্রকোণা-৪ (মদন) আসনে নৌকার প্রার্থী রেবেকা মমিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রবিবার ভোটগ্রহণ শেষে ঘোষিত বেসরকারি ফলে ২ লাখ ৪ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন রেবেকা মমিন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী তাহমিনা জামান শ্রাবণী পেয়েছেন ৩৭ হাজার ৬০৫ ভোট।

মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা নিয়ে গঠিত হাওরাঞ্চলের এ আসনের তিনি নবম ও দশম সংসদে নির্বাচিত হয়েছিলেন। রেবেকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার খাদ্যমন্ত্রী আব্দুল মমিনের স্ত্রী।

উল্লেখ্য, এই আসনে প্রধান তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীই ছিলেন নারী।  অন্য দুই প্রার্থী হলেন বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী আর সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জলি তালুকদার।

 

Bootstrap Image Preview